At a Glance


এক নজরে : রাজশাহী সেনানিবাস বাংলাদেশের সেনানিবাসগুলির মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি সেনানিবাস। ইহা রাজশাহী বিভাগীয় শহরের উত্তর পার্শ্বে উপশহর সংলগ্ন ১০৪ একর হুকুম দখলকৃত জমির উপর অবস্থিত। প্রত্যেক সেনানিবাসের মতো এ সেনানিবাসেও একটি ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে যা রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড, রাজশাহী সেনানিবাস নামে পরিচিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ০৯/০৯/১৯৮৭ তারিখের ১-সা-১/৮৫/ডি-৯/৬৩৯ নং গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ১৯২৪ সনের ক্যান্টনমেন্ট (এ্যাক্ট-অব ১৯২৪) এর তৃতীয় ধারার ৩ উপধারা অনুযায়ী বোর্ড গঠন না হওয়া পর্যন্ত অন্তরবর্তীকালীন ব্যবস্থা হিসাবে স্টেশন কমান্ডারকে সভাপতি ও ক্যান্টনমেন্ট একজিকিউটিভ অফিসারকে সচিব করে সেনানিবাস প্রশাসন গঠন করা হয়। পরবর্তীতে ০৪-০৮-২০০২ তারিখের ২৭/এমএলএন্ডসি/রাজশাহী/২/শা-২/৬৫ নং পত্রের সাথে প্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রণালেয়র এস আর ও নং-১৮৬ আইন/২০২ ক্যান্টনমেন্ট এ্যাক্ট ১৯২৪ (II of 1924)  এর Section 13A Subsection (3) অনুযায়ী বোর্ড গঠন করা হয়।